Monta To Ar Mudir Dokan Noy Lyrics | মনটা তো আর মুদির দোকান নয় লিরিক্স | Rinku | Sangeeta

 Song: Monta To Ar Mudir Dokan Noy | মনটা তো আর মুদির দোকান নয়

Singer: Rinku | রিংকু

Lyrics & Tune: Plabon Koreshi

Album: Bibagi

Label: Sangeeta


মনটা তো আর মুদি দোকান নয়, 

আমার মনটা তো আর মুদি দোকান নয়

বিক্রি করা পণ্য আবার,

বিক্রি করা পণ্য আবার ফেরত লওয়া হয়

মনটা তো আর মুদি দোকান নয়, 

আমার মনটা তো আর মুদি দোকান নয়


একটা মনে একবারই হয় প্রেমের লেনাদেনা,

বারে  বারে হয়না সেথা স্বপ্ন বেচা কেনা (২)

মনের হাটে ভাবের কৃতা,

মনের হাটে ভাবের কৃতা এক জনেই ত রয়


মনটা তো আর মুদি দোকান নয়, 

আমার মনটা তো আর মুদি দোকান নয়



প্রেম বাজারে প্রবেশ করা বড়ই কঠিন কাজ

চাইলে যেতে ছারতে হবে দিধা দ্বন্ধ লাজ (২)

হবেনা আর পণ্য কেনা

হবেনা আর পণ্য কেনা থাকলে মনে ভয়


নটা তো আর মুদি দোকান নয়, 

আমার মনটা তো আর মুদি দোকান নয়

বিক্রি করা পণ্য আবার,

বিক্রি করা পণ্য আবার ফেরত লওয়া হয়

মনটা তো আর মুদি দোকান নয়, 

আমার মনটা তো আর মুদি দোকান নয়

সমাপ্ত

আসা করবো এই গানের লিরিক্স টি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।  এস মিডিয়া

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন