Nupur 2 Lyrics | নুপুর ২ লিরিক্স | Bondhu Bhabo Ki | Topu | Anila | Fuad Al Muqtadir

 প্রিয় ভিজিটর আসসালামু আরাইকু, আশা করছি ভাল আছেন বর্তমানে আপিন Nupur 2 Lyrics | নুপুর ২ গানের লিরিক্স টি খুজছেন। তাই আপনার সুবিধার্থে Nupur 2 Lyrics | নুপুর ২ গানের লিরিক্স তুলে ধরলাম। আশা করছি Nupur 2 Lyrics | নুপুর ২ গানের লিরিক্স টি ভাল লাগবে। এস. মিডিয়ার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।


Song : Nupur 2

Singer : Topu & Anila

Lyric & Tune : Topu

Music : Fuad Al Muqtadir

Artist : Topu

Album : Bondhu Bhabo Ki

Language : Bangla

Label : G Series


Nupur 2 Lyrics | নুপুর ২ লিরিক্স


এক পায়ে নূপুর আমার অন্য পা খালি

এক পাশে সাগর এক পাশে বালি

তোমার ছোট তরী বলো, নেবে কি?


এক পায়ে নূপুর আমার অন্য পা খালি

এক পাশে সাগর এক পাশে বালি

তোমার ছোট তরী বলো, নেবে কি, নেবে কি?


বলবো না আকাশের চাঁদ এনে দেব

বলবো না তুমি রাজকন্যা

শুধু জিজ্ঞেস করি দেবে কি পাড়ি

হোক যত ঝড়বন্যা

আমার ছোট তরী বলো, যাবে কি, যাবে কি?


নয় মিছে আশা নয় শুধু ভালোবাসা

নই অকারণ প্রেমে অন্ধ

জানি তুমি আমি আমাদের তরী

আজব এক বন্ধুত্ব

তোমার ছোট তরী, বলো নিবে কি?

চাঁদের আলো আজ যদি ভাল লাগে

কালো হয়ে যায় ঝাপসা

তোমার এ তরী যদি চলে যায়

ফিরে আর আসবে না

যতো ভালোবাসি তারে দূরে রয়ে যাবে

তা তো আমি জেনেছি


একপায়ে নূপুর তোমার অন্য পা খালি

একপাশে সাগর একপাশে বালি

আমার ছোট তরী বলো যাবে কি, যাবে কি?


এক পায়ে নূপুর আমার অন্য পা খালি

এক পাশে সাগর এক পাশে বালি

তোমার ছোট তরী বলো নেবে কি?

আমার ছোট তরী বলো যাবে কি?

তোমার ছোট তরী বলো নেবে কি?

আমার ছোট তরী বলো যাবে কি?

সমাপ্ত

আসা করবো এই গানের লিরিক্স টি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।  এস মিডিয়া

💚 নতুন নতুন মুভি ডাউনলোড করেুন

💚 নতুন বাংলা লিরিক্স পড়তে এই লিংকে ক্লিক করুন

💚 নতুন নতুন প্রযুক্তর খবর দেকতে এখানে ক্লিক করুন

💚 বিভিন্ন ধরনের গ্রাফিক্স ডিজাইন ফরমেট/টেমপ্লেট দেখতে এখানে ক্লিক করুন

💚 নতুন ফেইসবুক স্টাটাস, মেসেজ দেখতে এখানে ক্লিক

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

Facebook