Song : Ogo Maa
Singer : Sadman Sakib
Lyric & Tune : Saim Al Hasan
Mix Master & Sound Produce : Ishrak Hussain
DOP & Edit : SKM Jahid
Audio & Video Record Level : Tune Hut Studio
Ogo Maa Lyrics | Adhar rater chad je tumi Lyrics | ওগো মা লিরিক্স | আধার রাতের চাঁদ যে তুমি লিরিক্স
আধার রাতের চাঁদ যে তুমি
তুমি ভোরের আলো
তোমায় যখন দেখি আমার
মন হয়ে যায় ভালো (২ বার)
ওগো মা.. ওগো মা.. (২ বার)
জাদু মাখা মুখটি তোমার দেখলে ভরে মন
আদর করে ডাক যখন ওরে খোকা শোন (২ বার)
বলো যদি ছাড়বো সবি তোমায় ছাড়বো না
আর কারো কোলেতে মাগো এ প্রান জোরায় না
ওগো মা.. ওগো মা.. (২ বার)
তোমার মত এত আদর কেউতো করে না
সবার থেকেও প্রিয়ো তুমি, তুমি আমার মা (২ বার)
চলে যদি যাও কখনো, রেখে যেও না
মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচবো না
ওগো মা.. ওগো মা.. (২ বার)
আধার রাতের চাঁদ যে তুমি
তুমি ভোরের আলো
তোমায় যখন দেখি আমার
মন হয়ে যায় ভালো (২ বার)
ওগো মা.. ওগো মা.. (২ বার)
Ogo Maa Lyrics
Adhar rater chad je tumi
Tumi vorer alo
Tomay jokhon dekhi amar
Mon hoye jai valo
Ogo maa, Ogo maa
সমাপ্ত
আসা করবো এই গানের লিরিক্স টি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। এস মিডিয়া