Ore Priya Lyrics (ওরে প্রিয়া) By Keshab Dey | Bengali Sad Song

  প্রিয় ভিজিটর আসসালামু আলাইকুম, আশা করছি ভাল আছেন বর্তমানে আপিন Ore Priya Lyrics (ওরে প্রিয়া) গানের লিরিক্স টি খুজছেন। তাই আপনার সুবিধার্থে Ore Priya Lyrics (ওরে প্রিয়া) গানের লিরিক্স তুলে ধরলাম। আশা করছি Ore Priya Lyrics (ওরে প্রিয়া) গানের লিরিক্স টি ভাল লাগবে। এস. মিডিয়ার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।


Ore Priya Lyrics (ওরে প্রিয়া)

Song - Ore Priya

Music - Keshab Dey

Lyrics - Badal Paul

Arrangements - Tapash Barman

Re Arrangement - Arnab Chowdhury 

Flute - Swarajit 

Mix & Mastering - Arnab Chowdhury 

Vox Dub - Music Planet 2.O

Label : Keshab Dey


Ore Priya Lyrics


তোর মনেতে সবই ছিলো 

আমি ছিলাম না!

তোর থেকে রোজ কষ্ট ছাড়া 

কিছুই পেলাম না।


আমি পাগল বেঁধে ছিলাম 

যাকে নিয়ে ঘর,

সেই ঘরই আজ অন্য কারো 

আমি শুধু পর।


তোর মনেতে সবই ছিলো 

আমি ছিলাম না!

তোর থেকে রোজ কষ্ট ছাড়া 

কিছুই পেলাম না।


আমি পাগল বেঁধে ছিলাম 

যাকে নিয়ে ঘর,

সেই ঘরই আজ অন্য কারো 

আমি শুধু পর।


যদি থাকতি, কথা রাখতি

বল ক্ষতি কি হতো?

যদি আসতি ভালোবাসতি 

সব ব্যথা জুড়াতো।


আমি না পাওয়া এই গল্পগুলোই 

তোকে খুঁজে পাবো!

আর স্মৃতিগুলো জড়িয়ে নিয়ে 

একলা থেকে যাবো।


আমি না পাওয়া এই গল্পগুলোই 

তোকে খুঁজে পাবো!

আর স্মৃতিগুলো জড়িয়ে নিয়ে 

একলা থেকে যাবো।


ওরে প্রিয়া, ওরে প্রিয়া, 

ওরে প্রিয়া, ওরে প্রিয়া!

ওরে প্রিয়া ওরে প্রিয়া, 

ওরে প্রিয়া, ওরে প্রিয়া।


স্বপ্ন ভাঙ্গা গল্পে আমায় 

পড়বে মনে জানি!

তুই খুঁজবি ঠিকই সেদিন আমায় 

থাকবো না আর আমি।


স্বপ্ন ভাঙ্গা গল্পে আমায় 

পড়বে মনে জানি!

তুই খুঁজবি ঠিকই সেদিন আমায় 

থাকবো না আর আমি।


তোর মিথ্যে ভালোবাসা আমায় 

কষ্ট দেবে এতো!

এত কাঁদবো তোকে ভালোবেসে 

কখনো ভাবিনি।


যদি ডাকতি ফিরে আসতাম

আমি যেতাম না দূরে!

পেলে কান্না বলি শোন না 

আয় আবারো ফিরে।


আমি না পাওয়া এই গল্পগুলোই 

তোকে খুঁজে পাবো!

আর স্মৃতিগুলো জড়িয়ে নিয়ে 

একলা থেকে যাবো।


আমি না পাওয়া এই গল্পগুলোই 

তোকে খুঁজে পাবো!

আর স্মৃতিগুলো জড়িয়ে নিয়ে 

একলা থেকে যাবো।


ওরে প্রিয়া, ওরে প্রিয়া, 

ওরে প্রিয়া, ওরে প্রিয়া!

ওরে প্রিয়া ওরে প্রিয়া, 

ওরে প্রিয়া, ওরে প্রিয়া

সমাপ্ত

আসা করবো এই গানের লিরিক্স টি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।  এস মিডিয়া


💚 নতুন নতুন মুভি ডাউনলোড করেুন

💚 নতুন বাংলা লিরিক্স পড়তে এই লিংকে ক্লিক করুন

💚 নতুন নতুন প্রযুক্তর খবর দেকতে এখানে ক্লিক করুন

💚 বিভিন্ন ধরনের গ্রাফিক্স ডিজাইন ফরমেট/টেমপ্লেট দেখতে এখানে ক্লিক করুন

💚 নতুন ফেইসবুক স্টাটাস, মেসেজ দেখতে এখানে ক্লিক

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন