Ektu Ektu Kore Lyrics | একটু একটু করে লিরিক্স | Milon | Naumi

 

Ektu Ektu Kore Lyrics | একটু একটু করে লিরিক্স | Milon | Naumi

Ektu Ektu Kore Lyrics By Milon & Naumi :

   প্রিয় ভিজিটর আসসালামু আলাইকুম, আশা করছি ভাল আছেন বর্তমানে আপিন Ektu Ektu Kore Lyrics | একটু একটু করে গানের লিরিক্স টি খুজছেন। তাই আপনার সুবিধার্থে Ektu Ektu Kore Lyrics | একটু একটু করে গানের লিরিক্স তুলে ধরলাম। আশা করছি Ektu Ektu Kore Lyrics | একটু একটু করে গানের লিরিক্স টি ভাল লাগবে। এস. মিডিয়ার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।


Song : Ektu Ektu Kore

Singer : Milon & Naumi

Lyric : Robiul Islam Jibon

Tune : Imran

Music : Imran

Album : Imran Ft Milon

Label : Cd Choice

Cast : Milon & Shayla Nilom

Director : Abu Sayed


Ektu Ektu Kore Lyrics | একটু একটু করে লিরিক্স


একটু একটু করে তুমি হৃদয়ে বাঁধলে বাসা,

তোমায় পেয়ে রঙিন হলো আমার যত আশা,

একটু একটু করে তুমি হৃদয়ে বাঁধলে বাসা,

তোমায় পেয়ে রঙিন হলো আমার যতো আশা


দুচোখের আঙিনায় শুধু দেখি যে তোমায়

তোমায় ঘীরে আমার যতো ভালোবাসা,


একটু একটু করে তুমি হৃদয়ে বাঁধলে বাসা,

তোমায় পেয়ে রঙিন হলো আমার যতো আশা


মনেরই ছবিটাই দেখি যে তোমায়

প্রেমরই কবিতাই লিখি যে তোমায়,

সামনে দাঁড়ালে দুহাত বাড়ালে,

উদাসী স্বপ্ন গুলো ভাষা খুঁজে পায়।


মনেরই ছবিটাই দেখি যে তোমায়,

প্রেমেরই কবিতাই লিখি যে তোমায়,

সামনে দাঁড়ালে দুহাত বাড়ালে উদাসী

স্বপ্ন গুলো ভাষা খুঁজে পায়।


দুচোখের আঙিনাই, শুধু দেখি যে তোমায়,

তোমায় ঘীরে আমার যতো ভালোবাসা


একটু একটু করে তুমি হৃদয়ে বাঁধলে বাসা..

তোমায় পেয়ে রঙিন হলো, আমার যতো আশা


দিনেরই সূচনাই পায় শুধু তোমায়

রাতের জোছনাই চাই শুধু তোমায়,

তোমারই মায়াতে সুখেরই ছায়াতে,

আবেগি মনটা আমার, পথ খুঁজে পায়,


দিনেরই সূচনাই পায় শুধু তোমায়,

রাতেরই জোছনায় চাই শুধু তোমায়

তোমারই মায়াতে, সুখেরই ছায়াতে

আবেগি মনটা, আমার পথ খুঁজে পায়,


দুচোখেরই আঙিনাই, শুধু দেখি যে তোমায়

তোমায় ঘীরে আমার যতো ভালোবাসা,

একটু একটু করে তুমি হৃদয়ে বাঁধলে বাসা,

তোমায় পেয়ে রঙিন হলো, আমার যতো আশা

সমাপ্ত

আসা করবো এই গানের লিরিক্স টি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।  এস মিডিয়া


💚 নতুন নতুন মুভি ডাউনলোড করেুন

💚 নতুন বাংলা লিরিক্স পড়তে এই লিংকে ক্লিক করুন

💚 নতুন নতুন প্রযুক্তর খবর দেকতে এখানে ক্লিক করুন

💚 বিভিন্ন ধরনের গ্রাফিক্স ডিজাইন ফরমেট/টেমপ্লেট দেখতে এখানে ক্লিক করুন

💚 নতুন ফেইসবুক স্টাটাস, মেসেজ দেখতে এখানে ক্লিক

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

Facebook