অচিন মাঝী কোস সে পারের বন্ধু গানটি বাংলাদেশি একটি গান। অচিন মাঝী কোস সে পারের বন্ধু এই গানটিতে সুর দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় রাজিথ বট্রাচার্য। অচিন মাঝী কোস সে পারের বন্ধু গানটির লিরিক্স লিখেছেন জাহিদ আকবর।
Ochin Majhi Lyrics By Mujib - The Making :
Ochin Majhi Lyrics | অচিন মাঝি গানের লিরিক্স টি খুজছেন। তাই আপনার সুবিধার্থে Ochin Majhi Lyrics | অচিন মাঝি গানের লিরিক্স তুলে ধরলাম। আশা করছি Ochin Majhi Lyrics | অচিন মাঝি গানের লিরিক্স টি ভাল লাগবে। এস. মিডিয়ার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।
Song : Ochin Majhi
Music Director : Shantanu Moitra
Singer: Rathijit Bhattacharjee
Lyrics : Zahid Akbar
Dotara: Rohit
Ektara: Rathijit Bhattacharjee
Khanjira: Rathijit Bhattacharjee
Bangla dhol: Soumya
Flute: Partha
Studio: Rathijit vocal art
Recordist: Prasun
Mixed & Mastered by Kittu Myakal
অচিন মাঝি লিরিক্স
অচিন মাঝী কোস সে পারের বন্ধু
আমি তোমার মুখ চাইয়া থাকি
জলের ছলাত ছলাত তালে
নৌকা মেলেছে ডানা
মুগো ডালে পরান পাখি
দেখে যায় এক টানা
চেয়ে থাকি চোখ মেলে
জলে জলে কোলাকোলি
আমার বাংলা মায়ের ছবি
বুকে তুলে রাখি তারে
মনে মনে কথা বলি
ভেঙ্গে চলো ডেউ পারের ঠিকানা
গলা ছেরে গাও আলোর নিশানা
ছুটে চলে পথ জানি একদিন হবে ফিরে যাওয়া
ওও বয়ে বয়ে যায় নদী চিরকাল
এ মাটি ছেরে মন জানি বাচেনা
রোজ কত যে মুখ যে দেখি
গুন গুন করে হাওয়া
অচিন মাঝী, কোন সে পারের বন্ধু
আমি তোমার মুখ চাইয়া থাকি
অচিন মাঝী
সমাপ্ত
আসা করবো Ochin Majhi Lyrics | অচিন মাঝি গানের লিরিক্স টি আপনাদের কাছে ভালো লেগে থাকে, কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। এস মিডিয়া