পিতা মাতার যে ভুলের কারনে সন্ধান শৃদ্ধা করেনা - শায়খ আহমাদুল্লাহ


ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ বলেছেন, ‘সন্তান একজন মানুষের শ্রেষ্ঠ সম্পদ। সন্তানদের আদর্শ মানুষ হিসেবে গড়তে দ্বিনি শিক্ষার বিকল্প নেই। তাই ইহকাল ও পরকালে সফলতার জন্য সব বাবা-মায়ের এই ব্যাপারে সচেতন হওয়া কর্তব্য।’ বাবা-মায়ের প্রতি তিনটি অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়তে অভিভাবকদের আমি তিনটি বিষয়ে অনুরোধ করব। 

০১. নিজেকেই সন্তানদের সামনে সৎ চরিত্রের আদর্শ হওয়া। 

০২. আল্লাহর কাছে সন্তানের জন্য আন্তরিকভাবে দোআ করা । 

০৩. হালাল রিজিক বা বৈধ উপার্জনে অভ্যস্থ হওয়া এবং কখনো হারাম রিজিক বা অবৈধ উপার্জনের দিকে না যাওয়া।’

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন