Ai Miche Duniya Gojol Lyrics :
এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন গজলের লিরিক্স টি খুজছেন। তাই আপনার সুবিধার্থে এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন গজলের লিরিক্স তুলে ধরলাম। আশা করছি Ai Miche Duniya গজলের লিরিক্স টি ভাল লাগবে। এস. মিডিয়ার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।
Title : Ai Miche duniya
Artist : Saim AlHasan, Sadman Sakib
Lyrics & Tune : Saiem AlHasan
Sound Design : Ishrak Hussain
Film Director: Alam morshed
Audio & Video: Tune HutStudio
Production : Tune Hut
Music Producer : Saiem AlHasan
IT Support By: Elias Khan
Ai Miche Duniya Gojol Lyrics
এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন লিরিক্স
এই মিছে দুনিয়ায়
তুমি থাকবা কতদিন,
এই মিছে দুনিয়ায়
তুমি থাকবা কতদিন,
হঠাৎ করে উঠবে বেজে,,,,,
হঠাৎ করে উঠবে বেজে
চলে যাওয়ার বীণ,,,
এই মিছে দুনিয়ায়
তুমি থাকবা কতদিন,
এই মিছে দুনিয়ায়
তুমি থাকবা কতদিন,
এই দুনিয়ার মিছে মায়ায়
আছো তুমি ডুবে,
একবারও ভাবনি হায়
চলে যেতে হবে,
এই দুনিয়ার মিছে মায়ায়
আছো তুমি ডুবে,
একবারও ভাবনি হায়
চলে যেতে হবে,
কি হিসাব দিবে তুমি,,,,,
কি হিসাব দিবে তুমি
শেষ বিচারের দিন,,,
এই মিছে দুনিয়ায়
তুমি থাকবা কতদিন,
এই মিছে দুনিয়ায়
তুমি থাকবা কতদিন,
নতুন সাজে সাজবে তুমি
সাদা পোশাকে,
দলে দলে আসবে সবাই
তোমায় দেখিতে,
নতুন সাজে সাজবে তুমি
সাদা পোশাকে,
দলে দলে আসবে সবাই
তোমায় দেখিতে,
তোমায় মনে রাখবে সবাই,,,,,
তোমায় মনে রাখবে সবাই
অল্প কিছু দিন,,,
এই মিছে দুনিয়ায়
তুমি থাকবা কতদিন,
এই মিছে দুনিয়ায়
তুমি থাকবা কতদিন,
হঠাৎ করে উঠবে বেজে
চলে যাওয়ার বীণ,,,
এই মিছে দুনিয়ায়
তুমি থাকবা কতদিন,
এই মিছে দুনিয়ায়
তুমি থাকবা কতদিন,
সমাপ্ত
আসা করবো লিরিক্সটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে, কমেন্ট করে জানিয়ে দিবেন,
সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। এস মিডিয়া